কুড়িগ্রামে জলবায়ুর প্রভাব মোকাবেলায় সংলাপ

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৮:০২ পিএম

কুড়িগ্রামে পারিবারিক সহিংসতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করণীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫মে) জেলা শহরের টেরেডেস হোমস হলরুমে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে
দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে জেলার বিভিন্ন সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান,চরাঞ্চলে বসবাসরত উপকারভোগী,এনজিও কর্মী,জনপ্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহণ করেন। দিনব্যাপী এ সংলাপে চরে পারিবারিক সহিংসতা প্রতিরোধে নারী-পুরুষের ভূমিকা,বাল্য বিয়ে বন্ধে করণীয়,জলবায়ুর প্রভাব মোকাবেলায় অভিযোজন, কৃষিতে এর প্রভাব ও উত্তরণ নিয়ে নানা আলোচনা করা হয়।

পাশাপাশি মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির চলমান প্রকল্পের ধারাবাহিকতা, উপকারভোগীদের বাল্য বিয়ে থেকে মুক্ত হয়ে উদ্যোক্তা হওয়ার গল্পগুলোও তুলে ধরা হয়। 

সংলাপে অন্যান্যদের উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো.আসাদুজ্জামান,সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন,সদর থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) মো.রাফায়েত হোসাইন,
জেলা দুর্যোগ ও ত্রাণ বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল মতিন, সাংবাদিক সফিখান প্রমুখ।

আরএস