পাবনায় বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) প্রকাশিত: মে ৬, ২০২৫, ০২:৩৭ পিএম

পাবনার জেলা বিএনপির সদস্য সচিব ও পাবনা-৩ এর এমপি মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের বাসায় হামলার ঘটনায় ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল করেছে ভাঙ্গুড়া উপজেলা বিএনপি পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠন।

সোমবার (৫ মে) রাত সাড়ে ১১ টার দিকে শরৎ নগর বাজার উপজেলা বিএনপির কার্যালয় থেকে ভাঙ্গুড়া বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ভাঙ্গুড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।

এ সময়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শরৎনগর বাজার উপজেলা বিএনপির কার্যালয় থেকে ভাঙ্গুড়া বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তারা বলেন,পাবনায় যারা অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারকে হত্যার চেষ্টা করেছে, তারা ফ্যাসিস্ট আওয়ামী দোসর। পাবনায় হামলাকারীরা কারা, তা আমরা জাতে চাই। অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের বাসায় হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি করেন বক্তারা।

বিক্ষোভ মিছিলে অংশ নেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব মো. জাফর ইকবাল হিরোক, যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা,আলতাব হোসেন,শহিদুল ইসলাম টিটু,পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম বুরুজ,সাংগঠনিক সম্পাদক মো. মোতালেব হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক,পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শরীফ আহমেদসহ উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা।

প্রসঙ্গত, প্রতিদিনের মতো অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের বাড়ির আঙিনায় শতাধিক নেতাকর্মী রাজনৈতিক আলাপ করছিলেন। হঠাৎ করে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে এসে একদল দুর্বৃত্ত বাড়ির ওপর ও নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে। তারা দেশীয় অস্ত্র দিয়ে কয়েকজনকে মারধরও করে এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে নেতাকর্মীরা পাল্টা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়।

আরএস