পাবনায় বিএনপি নেতা ও জেলা সদস্য সচিব অ্যাডভোকেট মাকছুদুর রহমান মাসুদ খন্দকারের বাড়িতে দুর্বৃত্তদের হামলায় অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের রাঘবপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের পাশাপাশি দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ও স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হামলার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো মাসুদ খন্দকারের বাড়ির আঙিনায় দলীয় আলোচনা চলছিল। হঠাৎ ৮–১০টি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত এসে গুলি ও ককটেল ছোড়ে। তারা দেশীয় অস্ত্র দিয়ে নেতাকর্মীদের মারধর করে এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে পাল্টা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়।
অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, "আমাকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিত এই হামলা চালানো হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করছি।"
পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, “বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
স্থানীয় পর্যায়ে দলীয় কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরে যে উত্তেজনা বিরাজ করছে, এ হামলা সেই টানাপোড়েনের প্রতিফলন কি না—তা নিয়েও চলছে জোর আলোচনা।
বিআরইউ