গাজীপুরের শ্রীপুরে এইচএসসি পরীক্ষায় প্রক্সি (অন্যের হয়ে পরীক্ষা) দেওয়ার অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ মে ২০২৫) দুপুর ১২টার দিকে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন—মামুন, পিতা: আবুল কাশেম, মাতা: নুরুন্নাহার, গ্রাম: কেওয়া, ৬নং ওয়ার্ড, শ্রীপুর পৌরসভা এবং জুনায়েদ আহম্মেদ সাগর, গ্রাম: লোহাগাছ, ৩নং ওয়ার্ড, শ্রীপুর পৌরসভা। তারা দুজনই উপজেলার জৈনা আদর্শ কারিগরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
মামুন পরীক্ষা দিচ্ছিলেন মো. হাইয়ুল ইসলাম শাহজাহানের হয়ে (রোল: ২৩৫৫৬২, রেজি নং: ২৭০১৩৯২২৬৩, জন্ম: ২৯ জানুয়ারি ১৯৯৩) এবং সাগর পরীক্ষা দিচ্ছিলেন মো. রানা মোল্লার হয়ে (রোল: ৭০৭৫৬৫, রেজি নং: ২৭০১৫৬৭৫৩৬, জন্ম: ২ জুন ১৯৮৮)।
পরীক্ষা চলাকালীন কক্ষ পরিদর্শকদের সন্দেহ হলে পরিচয় যাচাই করা হয়। পরে প্রকৃত পরীক্ষার্থীদের সঙ্গে তথ্য মিল না পাওয়ায় তাদের আটক করা হয়।
দুজনই পুলিশের কাছে স্বীকার করেছেন যে তারা টাকার বিনিময়ে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন।
আটক দুইজন এখন শ্রীপুর মডেল থানার হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিআরইউ