লালমনিরহাটে আলোচিত জান্নাতি হত্যা মামলা

আইনজীবীকে অজ্ঞাত দুর্বৃত্তদের হুমকি, সংবাদ সম্মেলন

লালমনিরহাট প্রতিনিধি প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৬:২৩ পিএম

লালমনিরহাটে আলোচিত স্কুলছাত্রী জান্নাতি হত্যা মামলার আইনজীবী জাকিউল হাসান সিদ্দিক রাসেলকে হত্যার হুমকি দিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত ১১টার দিকে জেলা সদরের বালাটারী এলাকায় দোকানে যাওয়ার পথে হেলমেট পরিহিত ৪-৫ জন ব্যক্তি মোটরসাইকেলযোগে তার গতিরোধ করে হুমকি দেয়।

বুধবার দুপুরে লালমনিরহাট জজ কোর্ট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইনজীবী রাসেল জানান, “আমি বাসা থেকে বের হয়ে দোকানে যাওয়ার পথে বালাটারী এলাকায় পৌঁছালে হঠাৎ করে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি আমার সামনে এসে দাঁড়ায়। তারা হুমকি দিয়ে বলে, ‘জান্নাতি হত্যা মামলা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে খারাপ হবে।’ এরপর আমি ভয় পেয়ে যাই। তবে আশপাশের লোকজন জড়ো হলে তারা পালিয়ে যায়।”

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সন্ধ্যায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের চরশৌলমারী এলাকার একটি ভুট্টা ক্ষেতে ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতির হাত-পা ভাঙা মরদেহ উদ্ধার করে পুলিশ। জান্নাতি ওই এলাকার ফজু মিয়ার মেয়ে।

পরে তদন্তে জানা যায়, পাশের মদাতী ইউনিয়নের কাগজিটারী এলাকার আবু তালেবের ছেলে বেলাল হোসেন (১৯) জান্নাতিকে বাড়িতে একা পেয়ে তুলে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। ব্যর্থ হয়ে পৈশাচিক কায়দায় মেয়েটির মুখে মাটি গুঁজে দিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে স্থানীয় জনতা বেলালের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ তাকে আটক করলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

ঘটনার প্রতিবাদে এলাকাবাসী থানা ঘেরাও, ঢাকা-বুড়িমারী মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। বিষয়টি দেশব্যাপী বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়।

ইএইচ