সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদের জামে মসজিদের ছয়টি এসি পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মসজিদ কমিটির সভাপতি অনামিকা নজরুল। এতে বিক্ষুব্ধ মুসল্লিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বুধবার দুপুর ৩টার দিকে মসজিদের সাধারণ সম্পাদক ও উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, “ইউএনও স্যার মোয়াজ্জেমকে এসি চালু করার অনুমতি দিয়েছেন। পরে আমিও তাকে (মোয়াজ্জেম) বলে দিয়েছি যেন এসিগুলো চালু রাখা হয়।”
স্থানীয় মুসল্লি সোহেল মাহমুদ খান ও নজরুল ইসলাম জানান, “আজ জোহরের নামাজে এসে আমরা এসি চালু পেয়েছি, কোনো শর্ত ছাড়াই। এতে আমরা খুবই আনন্দিত।”
তবে এ বিষয়ে মন্তব্য জানতে মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলকে মোবাইলে কল করা হলে তিনি রিসিভ করেননি।
এর আগে, মঙ্গলবার (৬ মে) আছরের নামাজ শেষে মসজিদের এসি বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মুসল্লিরা শান্তিপূর্ণ বিক্ষোভ করেন। তাদের অভিযোগ ছিল, ইউএনও`র নির্দেশেই এসিগুলো বন্ধ করা হয়েছে। পরে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে “ইউএনও`র নির্দেশে মসজিদের এসি বন্ধ” শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি উপজেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
ইএইচ