পাকুন্দিয়ায় ত্রিমুখী সংঘর্ষে দুই ছাত্র নিহত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৭:৩৮ পিএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বরাটিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী ও একটি কুকুর নিহত হয়েছে। নিহতদের মধ্যে শোভন (১৮) ও লাম (১৮) নামে মোটরসাইকেলের দুই আরোহী রয়েছেন।

বৃহস্পতিবার বিকালে পাকুন্দিয়া-থেকে মির্জাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শোভন পাকুন্দিয়া সরকারি স্কুলের প্রধান শিক্ষকের ছেলে, এবং লাম ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিনের ছেলে।

পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ জানান, মোটরসাইকেলযোগে মির্জাপুর থেকে পাকুন্দিয়া উপজেলা দিকে আসার পথে বরাটিয়া চৌরাস্তা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি ও একটি কুকুরের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে শোভন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত লামকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সিএনজিতে থাকা পাঁচজন আহত হয়েছেন। তাদের পাকুন্দিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইএচ