চুক্তি সম্পাদনের ৮ মাস পর যশোরের অভয়নগরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। উপজেলার নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় সামনে নির্ধারিত জমিতে এই নির্মাণ কাজ শুরু করা হয়েছে। ১৫ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে যশোরের নূর হোসেন লি. নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ কাজ শুরু করেছে। বিলম্বে শুরু হলেও এক বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করতে হবে বলে জানান, যশোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম।
যশোর গণপূর্ত অফিস সূত্রে জানা গেছে, অভয়নগরে এক হাজার ৬৮০ দশমিক ১৪ বর্গমিটার আয়তনে তিনতলা বিশিষ্ট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ হবে। কাজ পেয়েছে যশোরের নূর হোসেন লি. নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের চুক্তিমূল্য ১৫ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা। বাস্তবায়নের সময়কাল ১২ মাস (এক বছর)।
প্রকল্প বাস্তবায়নে দায়িত্বে গণপূর্ত বিভাগ, যশোর। ‘বি’ ক্যাটাগরির এই মডেল মসজিদে প্রায় ৯০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
এছাড়া নারী ও পুরুষদের জন্য পৃথক ওজু ও নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরি, গবেষণা ও দীনি দাওয়াত কার্যক্রম, কুরআন হেফজ, শিশু শিক্ষা, অতিথিশালা, পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রী নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমাম প্রশিক্ষণসহ ইত্যাদি ব্যবস্থা থাকবে।
এ ব্যাপারে যশোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, ‘২০২৪ সালের জুলাই মাসে অভয়নগর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের চুক্তি সম্পাদন হয়। পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতা, সরকার পরিবর্তন ও জমি সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ে নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি। সম্প্রতি কাজ শুরু হয়েছে, আশা করা যায় এক বছরের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হবে।’
বিআরইউ