ফেনীতে আ.লীগ নিষিদ্ধের দাবিতে জুলাই যোদ্ধাদের ‘ব্লকেড’ কর্মসূচি

ফেনী প্রতিনিধি: প্রকাশিত: মে ১০, ২০২৫, ১২:১৩ পিএম

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ ঘোষণার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে ব্লকেড কর্মসূচি পালন করেছে জুলাই অভ্যুত্থনের কর্মীরা। শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৭টা থেকে এই কর্মসূচি শুরু হয়।

ঢাকার বাইরে এটিই প্রথম জেলা, যেখানে এমন কর্মসূচি দেওয়া হলো।

জুলাই আন্দোলনের কর্মীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ফেনী না ত্রিপুরা, ফেনী ফেনী’, ‘আওয়ামী লীগের ঠিকানা—এই বাংলায় হবে না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘গোলামি না আজাদি—আজাদি আজাদি’ প্রভৃতি স্লোগানে মুখর করে তোলেন মহিপাল ফ্লাইওভার এলাকা।

বক্তারা বলেন, ‘গত বছরের ৪ আগস্ট এই স্থানেই আওয়ামী লীগের গুলিতে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন। আজও এই দলের নিষিদ্ধের দাবিতে পথে নামতে হচ্ছে—এটা দুঃখজনক। ফ্যাসিবাদের অবসান হয়েছে, এখন প্রয়োজন এর বিচার।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবদুল আজিজ বলেন, ‘আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শাহবাগের অবস্থানের সঙ্গে একাত্মতা জানিয়ে আমরা ফেনীতেও মাঠে নেমেছি।’

সংগঠক ওসমান গনি রাসেল বলেন, ‘এই মহিপালেই আমাদের ১২ ভাই গুলিতে শহীদ হন। অন্যায়ের বিরুদ্ধে এ লড়াই চলবেই।’

কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি (জানাক), ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, এনসিপিসহ বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

বিআরইউ