ভারত থেকে কাজ শেষে দেশে ফেরার পথে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর হাতে আটক হওয়া ৯ জন বাংলাদেশি শ্রমিককে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় দিনাজপুর ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঈন আহমেদ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৯ জন বাংলাদেশি শ্রমিককে বিএসএফ আটক করে। বিষয়টি জানতে পেরে বিজিবির স্থানীয় ক্যাম্পের মাধ্যমে ব্যাটালিয়ন কমান্ডার ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার রায়গঞ্জ ৯১ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করেন এবং আটক শ্রমিকদের ফেরত দেওয়ার প্রস্তাব দেন।
বিজিবির প্রস্তাবে সম্মতি জানিয়ে শুক্রবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দিনাজপুর জেলার বিরল উপজেলা সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী বিএসএফ ৯ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।
বিজিবি জানায়, ওই রাতেই আটক ব্যক্তিদের বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “আটক ৯ জনকে শনিবার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। বিচারক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেবেন।”
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন যে, তারা ভারতের বিভিন্ন শিল্প কারখানায় অবৈধভাবে কাজ করতেন। ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে তারা দালালের মাধ্যমে বাংলাদেশে ফিরে আসছিলেন। শুক্রবার দুপুরে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ৯১ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে এবং পরে বিষয়টি বিজিবিকে জানানো হয়।
ইএইচ