আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কক্সবাজারে ছাত্র-জনতার গণজমায়েত

মো. আবদুল হালিম, কক্সবাজার প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৭:৩৬ পিএম

তিন দফা দাবিসহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কক্সবাজারে গণজমায়েত কর্মসূচি পালন করেছে জুলাই বিপ্লবী ছাত্র-জনতা।

শনিবার বিকেল ৪টায় কক্সবাজার পৌরসভা ভবনের সামনে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়।

সমাবেশে ‘নো মোর আওয়ামী লীগ, নো মোর হাসিনা, হ-তে হাসিনা, তুই স্বৈরাচার’—এমন নানা স্লোগানে প্রতিবাদ জানানো হয়।

বক্তারা বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

এ সময় বক্তব্য রাখেন—এনসিপি নেতা এস এম সুজা উদ্দিন, সাগর উল ইসলাম, খালিদ বিন সাঈদ, রবিউল, সাঈদ স্বাধীন, জুনায়েদ সাজ্জাদ প্রমুখ।

ইুএইচ