ফেনীতে হজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৮:২৭ পিএম

ফেনীতে হজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টের মিলনায়তনে আনসারী হজ কাফেলার উদ্যোগে হজযাত্রীদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আনসারী হজ কাফেলার স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুল্লাহ আল বাকী মাসুমের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল হান্নান খন্দকারের সঞ্চালনায় কর্মশালায় মূল আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

অন্যান্যদের মধ্যে আলোচনা করেন—আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি ফারুক আহমাদ, আরবি প্রভাষক মাওলানা তোফাইল আহমদ, আফতাব বিবি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আহমদ উল্যাহ, মাওলানা সামাউন হাসান, সিলোনিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা গিয়াস উদ্দিন এবং মনির উদ্দিন ভূঞা দারোগাবাড়ী জামে মসজিদের খতিব সাইফুল ইসলাম মোজাদ্দেদী।

হজের ধারাবাহিক বর্ণনা, মাসায়েল ও নিয়মাবলী বিষয়ে বিশদ আলোচনা করেন ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতনের প্রধান মৌলভী মাওলানা আবুল হাসনাত।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ফেনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ওমর ফারুক ভূঁইয়া বেলাল, রাজনৈতিক ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, নজরুল ইসলাম কামরুল, জিল্লুল্লাহীল বাকী আফলাতুন, আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন আনসারী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাহিত্য সম্পাদক ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মুহাম্মদ মিজানুর রহমান, সাংবাদিক হাবীব মিয়াজী, এমএ আকাশ ও এম কাওসারসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ইএইচ