আত্রাইয়ে বিরোধের জেরে নারীদের ওপর হামলা, হাসপাতালে ভর্তি ২

আত্রাই প্রতিনিধি প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৫:২৭ পিএম

নওগাঁর আত্রাই উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক নারীর পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই নারী গুরুতর আহত হয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার (১০ মে) সকাল ১১টার দিকে উপজেলার পিয়াদাপাড়া গ্রামে। ভুক্তভোগী মোছা. হ্যাপী আক্তার (২৫), স্বামী আব্দুল জলিল প্রাং, সাং-কাজিপাড়া, আত্রাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, নিজ জমির ধান পরিবহনের সময় প্রতিবেশীরা ধান কাটতে আসা শ্রমিকদের আটক করে এবং অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে। বিষয়টি জানার পর হ্যাপী আক্তার ও তাঁর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে।

হ্যাপী আক্তারের দাবি, তিনি গালিগালাজে আপত্তি করলে অভিযুক্তরা তাঁর এবং পরিবারের অন্যান্য সদস্যদের ওপর লাঠি, কিল-ঘুষি ও লাথি দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। একপর্যায়ে তাঁর চুল ধরে টানাটানি ও শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি কাপড়চোপড় ধরে টেনে বিবস্ত্র করার চেষ্টাও করা হয়। এই হামলায় তাঁর দুই ননদ গুরুতর আহত হয়ে বর্তমানে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্তরা হলেন— ১।মো. মান্নান (৪৫), ২। মো. কামাল (৪০), সর্বপিতা-জফির পিতা-অছির পিঁয়াদা, ৫ মোছা. মাহফুজা (৩৫) স্বামী- কামাল, ৬। মোছা. সেলিনা (৪০), স্বামী- মান্নান, ৭। মো. রকিব ফকির (২৭), পিতা- মো. আক্তার ফকির সর্বসাং- পিঁয়াদা পাড়া, থানা-আত্রাই, জেলা নওগাঁ।

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। আহতদের মধ্যে দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”

আরএস