অতিরিক্ত সচিব

কোন স্বচ্ছল ব্যক্তিকে যেন গরীবের টিসিবি কার্ড দেওয়া না হয়

বরিশাল ব্যুরো প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৭:৩২ পিএম

বাণিজ্য মন্ত্রণালয়ের আইআইটি অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, কোন স্বচ্ছল ব্যক্তিকে যেন এই গরীবের হক টিসিবি কার্ড বিতরণ করা না হয়। কার্ড বিতরণে যাতে স্বজনপ্রীতি না হয় সেদিকেও খেয়াল রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

টিসিবি’র পণ্য বিতরণে সর্বাত্মক সহায়তা করার জন্য জেলা প্রশাসন ও পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিতরণ না হওয়া কার্ডগুলো পুনরায় যাচাই-বাছাই করে গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করতে হবে।

অতিরিক্ত সচিব রাজ্জাক তিনি আরো বলেন, এক কোটি পরিবারকে টিসিবি’র সহায়তার আওতায় আনার জন্য সরকার এর কার্যক্রম বিস্তৃত করেছে। সরকারের লক্ষ্য হচ্ছে দেশের মোট জনগোষ্ঠীর ৭ শতাংশকে এর আওতায় নিয়ে আসা এবং বাজারে মূল্যস্ফীতি হ্রাস করার মাধ্যমে জনগণকে স্বস্তি প্রদান করা।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম যেন সঠিক ভাবে পরিচালনা করার উদ্দেশে ‘উপকারভোগী বাছাই এবং স্মার্ট ফ্যামিলি কার্ড প্রস্তুত’ সংক্রান্ত বিষয় নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ মে) বরিশাল জেলা প্রশাসক কার্যলয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের আইআইটি অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রাজ্জাক।

এসময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী, অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং, অতিরিক্ত পুলিশ সুপার আলাওল হাসান, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

আরএস