পাবনার সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের কোলাদী বিজয়রামপুর এলাকায় বাবুল শেখ ওরফে লগা (৪০) নামে এক চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে সেউলি বাজার থেকে বাড়ি ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে।
মঙ্গলবার ভোরে স্থানীয় একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত বাবুল শেখ কোলাদী বিজয়রামপুর গ্রামের হোসেন শেখের ছেলে। তিনি নিষিদ্ধ সর্বহারা দলের সক্রিয় নেতা ছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও ডাকাতির মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদাবাজি, ডাকাতি, দলীয় আধিপত্য এবং চুরির মালামাল ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বাবুলের সঙ্গে দলের অন্যান্য সদস্যদের বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই দ্বন্দ্ব থেকেই তাকে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানান, বাবুল শেখ এলাকায় ত্রাস হিসেবে পরিচিত ছিল। তাকে ঘিরে একাধিক ভয়াবহ ঘটনার অভিযোগ রয়েছে। দুবলিয়া বাজারে নিজের ছেলেকে হত্যার ঘটনাও তার সঙ্গে জড়িত বলে দাবি করেন অনেকে। গরু চুরি, ধর্ষণ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
ইএইচ