বাবাকে ডাক্তার দেখাতে নেয়ার পথে প্রাণ গেল মেয়ের

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০৩:৫৫ পিএম

ফরিদপুরের মধুখালীতে অসুস্থ বাবাকে হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার পথে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছোট মেয়ে শুকলা বিশ্বাস (৩২) নিহত হয়েছেন। 

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা মনোহর বিশ্বাস (৮৫) এবং বড় বোন পারুল বিশ্বাস (৪৫)। তারা বর্তমানে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন, এবং দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুকলা বিশ্বাস মাগুরার শ্রীপুর উপজেলার চাকদা লাঙ্গলবাদ গ্রামের বাসিন্দা মনোহর বিশ্বাসের মেয়ে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মনোহর বিশ্বাসকে অসুস্থ অবস্থায় তার দুই মেয়ে পারুল ও শুকলা মাইক্রোবাসযোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের বোয়ালিয়া এলাকায় মাগুরাগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান শুকলা বিশ্বাস।

মধুখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. রাশেদুল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয় এবং তা হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কবির সরদার জানান, একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, “দুই মেয়ে তাদের বাবাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথে মাইক্রোবাসটি বিপরীত লেনে ওঠায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। ট্রাকটি আটক করা হয়েছে, এবং ঘটনার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলছে।”

ইএইচ