জুলাই আন্দোলনে আহত ২৯ জনের মাঝে অনুদানের চেক বিতরণ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০৭:৩২ পিএম

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত বাকেরগঞ্জ উপজেলার ২৯ জনের মাঝে সরকার কর্তৃক আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ আহতদের হাতে চেক তুলে দেন।

অনুষ্ঠানে প্রত্যেক আহত ব্যক্তিকে ১ লাখ টাকা করে মোট ২৯ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চেক বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, “আপনাদের সাহসিকতা ও রক্তের বিনিময়েই ফ্যাসিস্ট শাসনের পতন ঘটেছে এবং আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। আপনাদের ক্ষয়ক্ষতি হয়তো পূরণ করা সম্ভব নয়, তবে সরকার ও উপজেলা প্রশাসন সবসময় ‘জুলাই যোদ্ধা’ হিসেবে আপনাদের পাশে থাকবে—এটাই আমাদের প্রতিশ্রুতি।”

তিনি আরও জানান, সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ‘সি’ ক্যাটাগরিভুক্ত ২৯ জন আহত ব্যক্তির পরিবারকে এই অনুদান প্রদান করা হয়েছে।

ইএইচ