নানিয়াচরে মেয়াদবিহীন আইসক্রিম বিক্রি: ৭০ হাজার টাকা জরিমানা

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০৮:৪৫ পিএম

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার এ মোবাইল কোর্ট পরিচালনা করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেসা। 

এ সময় তাকে সহযোগিতা করেন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলমসহ পুলিশ সদস্যরা।

জানা গেছে, ব্যবসায়িক উদ্দেশ্যে মো. রুবেল ও মো. হৃদয় খান ‘নামকাওয়াস্তে আইসক্রিম’ নামের একটি ফ্রিজিং পানীয় নানিয়ারচরে পাইকারি বিক্রির জন্য নিয়ে আসেন। তবে এসব পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ না থাকায় তা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে মো. রুবেলকে ২০ হাজার টাকা এবং মো. হৃদয় খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে জনস্বার্থে জব্দকৃত মেয়াদবিহীন পণ্যগুলো গাড়ির চাকা দিয়ে চাপা দিয়ে ধ্বংস করা হয়।

ইএইচ