শ্রেণিকক্ষের অভাবে দীর্ঘদিন ধরে গাছতলা ও মাটির ঘরে পাঠদান চলছিল শহীদ জিয়া মিছিরা বালিকা উচ্চ বিদ্যালয়ে। এই সংকট দূর করতে সরকারি বরাদ্দকৃত ২০ লাখ টাকার অনুদানে নির্মিত তিনকক্ষ বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক মণ্ডলী এবং পরিচালনা কমিটির সদস্যদের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে নতুন ভবনটির উদ্বোধন করা হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় ভবনটি নির্মাণ সম্পন্ন হয়।
বিদ্যালয় সংস্কারের জন্য বরাদ্দ পাওয়া হলেও শ্রেণিকক্ষের তীব্র অভাব থাকায় অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে অর্থটি নতুন ঘর নির্মাণে ব্যবহার করা হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, নতুন শ্রেণিকক্ষ নির্মাণের ফলে এখন থেকে তারা সুন্দর ও নিরাপদ পরিবেশে পাঠগ্রহণ করতে পারবে। এতে শিক্ষা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইএইচ