বরিশালে জাতীয় সংগীত গাইলেন বিএম কলেজের শিক্ষার্থীরা

বরিশাল ব্যুরো প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৬:০৩ পিএম

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছেন বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। 

বুধবার দুপুরে কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শাহবাগে জাতীয় সংগীত গাওয়ার সময় বাধা দেওয়া ও অবমাননার প্রতিবাদে শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করেন।

প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “জাতীয় সংগীত কিংবা জাতীয় পতাকা আমাদের রাষ্ট্রীয় পরিচয়ের প্রতীক। এসব কোনোভাবেই নিষিদ্ধ নয়। তাহলে কেন জাতীয় সংগীত পরিবেশনে বাধা আসবে? যারা এ বাধা দিয়েছে, তারা নিঃসন্দেহে স্বাধীনতাবিরোধী শক্তির সহযোগী।”

তারা আরও বলেন, “মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতাতেই এসেছে চব্বিশের গণ-অভ্যুত্থান। তাই দল-মত নির্বিশেষে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা আমাদের সবার। এসবের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, এবং দোষীদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়।”

ইএইচ