ইউপিডিএফের সাথে ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে পিসিসিপির হুঁশিয়ারি

রাঙামাটি প্রতিনিধি প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৯:৪০ পিএম

পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক আয়োজনের উদ্যোগের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। সংগঠনটি দাবি করেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এ ধরনের বৈঠকের প্রচেষ্টা পার্বত্যবাসী শক্ত হাতে প্রতিহত করবে।

গত সোমবার পিসিসিপি রাঙামাটিতে এক মহাসমাবেশ, খাগড়াছড়িতে মানববন্ধন এবং বান্দরবানে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউপিডিএফ-এর সাথে কমিশনের বৃহস্পতিবার (১৫ মে) অনুষ্ঠিতব্য বৈঠক বাতিলের দাবি জানায়।

তবে বৈঠকটি এখনো বাতিল না হওয়ায় সংগঠনের কেন্দ্রীয় কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করে। বুধবার (১৪ মে) সন্ধ্যায় পাঠানো এক বিবৃতিতে পিসিসিপি জানায়, ইউপিডিএফ-এর মতো সংগঠনের সঙ্গে ঐকমত্যের নামে বৈঠক পাহাড়ের শান্তিপ্রিয় জনগণের দাবিকে উপেক্ষা করার শামিল। তারা হুঁশিয়ারি দিয়ে বলে, এ বৈঠক অনুষ্ঠিত হলে পার্বত্য চট্টগ্রাম অচল করে দেওয়া হবে এবং কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হলে তার দায়ভার ঐকমত্য কমিশনকেই নিতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, অবিলম্বে ঐকমত্য কমিশনের ওই বৈঠক বাতিল করতে হবে। অন্যথায় পার্বত্য চট্টগ্রামজুড়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুমকি দেয় পিসিসিপি।

ইএইচ