কক্সবাজারে ঘরে বসেই করা যাবে জিডি

মো. আবদুল হালিম, কক্সবাজার প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৩:৩৫ পিএম

কক্সবাজারে এখন থেকে জিডি করতে কষ্ট করে আর থানায় যেতে হবে না। ঘরে বসেই অনলাইনে করা যাবে সকল ধরনের সাধারণ ডায়েরি বা জিডি। নাগরিকদের সুবিধার্থে "অনলাইন জিডি প্লাটফর্মে সকল ধরনের জিডি" সেবা চালু হয়েছে।

শুক্রবার থেকে কক্সবাজার জেলার নাগরিকগণ থানায় না গিয়ে ঘরে বসেই সহজে এবং দ্রুত অনলাইনে সাধারণ ডায়েরি করতে পারবেন।

ঘরে বসেই সহজে এবং দ্রুত অনলাইনে সাধারণ ডায়েরি বিষয়টি নিশ্চিত করেন

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট মো. জসিম উদ্দীন চৌধুরী।

তিনি জানান, নাগরিকদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং আইনগত সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ প্রাথমিক পর্যায়ে সিএমপি এবং কক্সবাজার জেলা সহ চট্টগ্রাম রেঞ্জের সকল জেলাতে "অনলাইন জিডি প্লাটফর্মে সফল ধরনের জিডি" (General Diary) সেবা চালু করার উদ্দ্যোগ গ্রহণ করেছে। ১৫ মে থেকে কক্সবাজার জেলার নাগরিকগণ থানায় না গিয়ে ঘরে বসেই সহজে এবং দ্রুত অনলাইনে সাধারণ ডায়েরি করতে পারবেন।

আইনগত সেবাকে নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের এই অনন্য উদ্যোগে প্রথম পর্বে কক্সবাজার জেলাকে নির্বাচন করায় পুলিশ সুপার জনাব মো. সাইফউদ্দীন শাহীন মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পুলিশী সেবাকে সহজ, দ্রুত, স্বাচ্ছন্দ্যময় ও হয়রানিমুক্ত করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে বলে পুলিশ সুপার কক্সবাজার আশাবাদ ব্যক্ত করেন।

অনলাইন জিডি করার পদ্ধতি

*প্রথমে প্লে স্টোরে প্রবেশ করে Online GD অ্যাপস ডাউনলোড দিতে হবে।

*নিবন্ধন করতে আপনার মোবাইল নম্বর ও এনআইডি ব্যবহার করুন।

*ঘটনার ধরন নির্বাচন করুন

*জিডির ধরন নির্বাচন করুন

*ঘটনার স্থান, তারিখ, বর্ণনা (Details), প্রয়োজনীয় ডকুমেন্ট/ছবি (যদি থাকে) যুক্ত করুন।

*আপনার ঘটনার জায়গা অনুযায়ী থানার নাম সিলেক্ট করুন।

*সব তথ্য পূরণের পর "Submit" বাটনে ক্লিক করুন। আপনার মোবাইলের SMS-এ জিডি নম্বর (Tracking Number) পাঠানো হবে।

অনলাইন জিডির সুবিধাসমূহ

*ঘরে বসে জিডি করার সুবিধা থানায় যেতে হয় না

*২৪/৭ সেবা- রাত কিংবা ছুটির দিনেও জিডি করা যায়

*সময়, যাতায়াত ও খরচ বাঁচে

*ডিজিটাল ট্র্যাকিং সুবিধা আপনার জিডির অগ্রগতি জানতে পারবেন

*তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত

*নাগরিকদের দ্রুত আইনি সেবা নিশ্চিত করতে কার্যকর মাধ্যম

যেসব বিষয়ে অনলাইন জিডি করা যায়:

*মোবাইল, এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স হারানো

*হুমকি পাওয়া বা নিরাপত্তা আশঙ্কা

*মেয়ে/নারী নিখোঁজ বা সন্দেহজনক অবস্থান

*অনাকাঙ্ক্ষিত ফোন কল বা বার্তা

*সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার তথ্য প্রদান সহ আরো অনেক বিষয়ে জিডি করা যায়।

গুরুত্বপূর্ণ তথ্য

*আপনার জমা দেওয়া জিডি সংশ্লিষ্ট থানার ওসির কাছে যাবে।

*পুলিশ চাইলে আপনার সঙ্গে ফোন বা সরাসরি যোগাযোগ করতে পারে।

*এটি শুধু General Diary, কোনো FIR বা মামলা নয়।

ইএইচ