রাঙামাটিতে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ৮ জন

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৯:১৩ পিএম

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৫ উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা থেকে ৮ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া অপেক্ষমাণ তালিকায় রয়েছেন আরও ২ জন প্রার্থী।

বুধবার সকালে রাঙামাটি জেলা পুলিশ সুপার এবং টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ড. এস. এম. ফরহাদ হোসেনের তত্ত্বাবধানে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। 

এরপর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা।

পর্যায়ক্রমে শারীরিক, লিখিত, মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৮ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়।

নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। এ সময় অনেক প্রার্থী আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা বলেন, “আমরা সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই চাকরিতে নির্বাচিত হয়েছি, এজন্য খুবই আনন্দিত। রাঙামাটির পুলিশ সুপার অত্যন্ত সৎ, নিষ্ঠাবান এবং সদিচ্ছাসম্পন্ন একজন মানুষ। তিনি যোগ্যদের যথাযথ মূল্যায়ন করেছেন। এজন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

এ বিষয়ে পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন বলেন, “টিআরসি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, প্রভাবমুক্ত ও তদবিরবিহীনভাবে সম্পন্ন হয়েছে। আপনারা যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন। এখন দেশসেবায় সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের মর্যাদা বাড়াতে হবে।”

এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

ইএইচ