নাগরপুরে পরিবেশক মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৩:৪৭ পিএম

“ঐক্যই শক্তি, পরিবেশকের অধিকারই আমাদের অঙ্গীকার”—এই স্লোগানকে ধারণ করে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিবেশক মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় নাগরপুর বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় পরিবেশক, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম এবং প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি মো. শামীমুর রহমান খান শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, নাগরপুর বাজার বণিক সমিতি ও প্রেস ক্লাবের সভাপতি মো. আক্তারুজ্জামান বকুল, জেলা পরিবেশক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, নাগরপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া এবং জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. আজিজুল হকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সমিতির নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন মো. খোকন খান এবং সঞ্চালনায় ছিলেন মো. আবুল কালাম। এতে সমিতির বিগত কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পরিবেশকদের অধিকার সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা ঐক্যবদ্ধভাবে অধিকার রক্ষায় সোচ্চার থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পুরনো কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে মো. খোকন খানকে সভাপতি ও মো. আবুল কালামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

ইএইচ