কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়ীয়া এলাকা থেকে বিশেষ অভিযানে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের পলাতক আসামি মো. লুৎফুল কবির ওরফে বাবুল মন্ডলকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত ১১টা ৩০ মিনিটে খোকসা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার বাবুল মন্ডল আমবাড়ীয়া মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস সোবাহান মন্ডলের পুত্র।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে গুরুত্বপূর্ণ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হবে।”
ইএইচ