বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে সৌরভ দত্ত নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।
শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ধর্মপ্রাণ মুসল্লিদের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে রাত ১২টা ১৫ মিনিট থেকে সকাল ৭টা পর্যন্ত শত শত মুসল্লি বাকেরগঞ্জ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, অভিযুক্ত সৌরভ দত্ত (২১) উপজেলার কলসকাঠী ইউনিয়নের বেবাজ গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়েরের পর রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। “আইনের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে,” বলেন ওসি।
বিক্ষোভে বক্তারা সৌরভ দত্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “বিশ্বনবীর (সা.) সম্মান রক্ষায় আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।” বক্তারা অভিযোগ করেন, পুলিশ প্রশাসন ঘটনার শুরুতে দায়িত্ব পালনে অবহেলা করেছে। এজন্য ওসি আবুল কালাম আজাদ ও এসআই তোফাজ্জেল হোসেনকে বিকেল ৫টার মধ্যে প্রত্যাহারের দাবি জানানো হয়।
স্থানীয় আলেম-ওলামাদের নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভে দলমত নির্বিশেষে শতাধিক মানুষ অংশ নেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সকাল ৮টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দিলে মুসল্লিরা সড়ক অবরোধ তুলে নেন।
এ ঘটনায় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিআরইউ