দিনাজপুরে জাতীয় অন্ধকল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০৫:১২ পিএম

বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি, দিনাজপুরের আয়োজনে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল ভবনে ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সমিতির চেয়ারম্যান ও দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মো. আতাউর রহমান চৌধুরী। শোক প্রস্তাব পাঠ করেন কার্যনির্বাহী সদস্য মো. আব্দুস সবুর চৌধুরী এবং গত সভার কার্যবিবরণী পাঠ করেন সদস্য আবুল কালাম মো. জিয়াউল ইসলাম।

সমিতি ও হাসপাতালের প্রয়াত সংশ্লিষ্ট ব্যক্তিদের রুহের মাগফিরাত, অসুস্থদের সুস্থতা এবং দেশ ও জাতির উন্নতি কামনায় দোয়া পরিচালনা করেন মুফতি মো. বেলাল হোসেন।

বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইসদানী এবং আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ সুজাউর রব চৌধুরী। এ প্রতিবেদনগুলোর ওপর আলোচনা করেন আজীবন সদস্য অ্যাডভোকেট মোল্লা সাখাওয়াত হোসেন, অধ্যাপক এম. এ. জব্বার, আফতার উদ্দিন মোল্লা, মো. জামিনুল ইসলাম জুয়েল, সাইদুর রহমান, মো. সামসুল আলম এবং মো. হাসানুজ্জামান জুয়েল।

সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মো. সফিকুল হক ছুটু, সাংগঠনিক সম্পাদক ডা. মো. জনাব আলী, নির্বাহী সদস্য মো. সাইদুর রহমান, ডা. মো. লিয়াকত আলী এবং মো. আফতাব উদ্দীন আহম্মেদ মন্ডল। সভার সঞ্চালনায় ছিলেন নির্বাহী সদস্য মো. মেহেরুল ইসলাম (অ্যাডভোকেট)। সার্বিক সহযোগিতায় ছিলেন উপ-পরিচালক (প্রশাসন) মো. শফিকুল আলম এবং হিসাব কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, “গাওসুল আযম বিএনএসবি হাসপাতাল অন্ধ মানুষের দৃষ্টি সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আমাদের লক্ষ্য হচ্ছে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অন্ধত্ব প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করা।”

ইএইচ