কুড়িগ্রামে ১২০ টাকা ফিতে ২৯ জনের পুলিশে চাকরি

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০৫:১৫ পিএম

কুড়িগ্রামে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়ে ২৯ জন নারী-পুরুষ বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। 

শনিবার কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে তাদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় পুলিশ সুপার ও ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বোর্ডের সভাপতি মো. মাহফুজুর রহমান নবনিযুক্ত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। চাকরি পাওয়া প্রার্থীদের মধ্যে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন, কেউ কেউ আনন্দে কান্না করেন। এদের মধ্যে কেউ রিকশাচালকের সন্তান, কেউ দরিদ্র কৃষকের সন্তান, কেউ মাঝি কিংবা ঘোড়া গাড়ি চালকের সন্তান—সবাই এসেছে সমাজের অবহেলিত ও নিম্নবিত্ত শ্রেণি থেকে। তারা স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়ার জন্য বাংলাদেশ পুলিশ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার জানান, কনস্টেবল পদে ২৯টি শূন্য পদের বিপরীতে প্রাথমিক বাছাই শেষে ১ হাজার ৮৩৫ জন প্রার্থী শারীরিক মাপ ও সক্ষমতা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৫৮১ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় ১১৪ জন উত্তীর্ণ হন এবং তারা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরপর চূড়ান্তভাবে ২৯ জনকে মেধাক্রম অনুযায়ী নির্বাচিত করা হয়।

তিনি আরও বলেন, “সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানাই। আশা করি, তারা সততা, নিষ্ঠা ও দেশসেবার মানসিকতা নিয়ে বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালন করবেন।”

সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

ইএইচ