মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের মারধরে ছোট ভাই ও স্ত্রী আহত

মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০৭:০৯ পিএম

মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কলাসী এলাকায় পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই আব্দুল খালেক (৫৭) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৫২) বড় ভাই আয়নাল হক (৭০) এবং তার পরিবারের সদস্যদের হাতে মারধরের শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে। ভুক্তভোগী আব্দুল খালেক ঐ এলাকার মৃত সিরাজউদ্দিনের ছেলে। 

এ ঘটনায় খালেক মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাল্টা অভিযোগ করেছে বড় ভাইয়ের পরিবারও।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে আয়নাল হক ও আব্দুল খালেকের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে অতীতেও বেশ কয়েকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনার দিন দেশীয় অস্ত্রশস্ত্রসহ বড় ভাইয়ের পরিবার খালেকের বাড়িতে গিয়ে ভয়-ভীতি দেখায় এবং হত্যার হুমকি দেয়। প্রতিবাদ করলে আয়নাল হকের ছেলে মামুন মিয়া (৩৮) ও পরিবারের অন্যান্য সদস্যরা আব্দুল খালেক ও তার স্ত্রীকে মারধর করে। মনোয়ারা বেগমকে চুল ধরে টেনে শ্লীলতাহানির চেষ্টাও করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে দুজনেই গুরুতর আহত হন। পরে প্রতিবেশীদের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আব্দুল খালেক বলেন, "দীর্ঘদিন ধরে জমি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ চলছে। কিন্তু তাই বলে এভাবে হামলা চালিয়ে আমাকে ও আমার স্ত্রীকে আহত করবে, সেটা ভাবিনি। আমি ন্যায়বিচার চাই।"

মনোয়ারা বেগম বলেন, "আমি ওই বাড়ির বউ হয়েও চুল ধরে টেনে-হিঁচড়ে ঘুরিয়েছে। আমাদের মেরে ফেলার হুমকি দিয়েছে। বহু বছর ধরে ওরা আমাদের ভয়ের মধ্যে রেখেছে। এখন থানায় উল্টো আমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। আমরা বিচার চাই, নিরাপত্তা চাই।"

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, "আমরা উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

ইএইচ