বেড়ায় দুইদিনে ৪৩ শিক্ষার্থী অচেতন

সফিক ইসলাম, পাবনা প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০৩:২৯ পিএম

পাবনার বেড়া উপজেলার কাজিরহাট উচ্চ বিদ্যালয়ে দুই দিনে হঠাৎ করে ৪৩ জন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েছে। এ ঘটনায় বিদ্যালয়জুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের দ্বিতীয় তলার ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি কক্ষে একে একে ৩৫ জন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। 

এর আগে, রোববার বিকেল ৩টার দিকে ওই দুই কক্ষে এক ধরনের গন্ধ ছড়িয়ে পড়ার পর আরও ৮ জন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে।

প্রথমে স্থানীয়ভাবে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে অভিভাবকরা স্কুলে এসে তাদের অসুস্থ সন্তানদের বাড়িতে নিয়ে যান।

কাজিরহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন জানান, “দুইদিনে মোট ৪৩ জন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েছে। দুটি শ্রেণিকক্ষে এক ধরনের অজানা গন্ধ পাওয়া গেছে। আমাদের ধারণা, কেউ চেতনানাশক কোনো স্প্রে ব্যবহার করে থাকতে পারে।”

বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাহমিনা সুলতানা নিলা বলেন, “ভ্যাপসা গরম অথবা খাদ্যে বিষক্রিয়ার (ফুড পয়জনিং) কারণে এমন ঘটনা ঘটতে পারে। তবে পরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোরশেদুল ইসলাম বলেন, “বিদ্যালয়ের শিক্ষার্থীদের অচেতন হওয়ার বিষয়টি আমি জেনেছি। প্রধান শিক্ষককে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”

ইএইচ