বারহাট্টায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বারহাট্টা(নেত্রকোনা) প্রতিনিধি: প্রকাশিত: মে ২০, ২০২৫, ১১:৫৬ এএম

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোফাজ্জল হোসেন (৪০) নামে একজন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন যাত্রী, যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (১৯ মে) রাত ১০টা ২০ মিনিটে নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক সড়কের বারহাট্টার স্বল্প দশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোফাজ্জল হোসেন উপজেলার মহাজনপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে। তিনি সংঘর্ষে জড়িত একটি সিএনজির চালক ছিলেন।

ঘটনার পরপরই বারহাট্টা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর অবস্থায় ছয়জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে রয়েছেন—বারহাট্টার নোয়াগাঁও গ্রামের হেলিম মিয়া (৩৯), মোসা. রুপা আক্তার (২২), একামনি (২০), আ. হাকিম (৫৫), নার্গিস আক্তার (৩৫), মো. নাসির মিয়া (২২) এবং গুমুরিয়া গ্রামের বাদশা মিয়া।

আহত বাদশা মিয়া বলেন, ‘আমি নেত্রকোনা থেকে বারহাট্টা যাচ্ছিলাম। স্বল্প দশাল এলাকায় হঠাৎ দু'টি সিএনজি বেপরোয়া গতিতে এসে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এরপর আর কিছু মনে নেই।’

বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রিয়াঙ্কা দাস জানান, ‘রাত ১০টা ৫০ মিনিটে গুরুতর অবস্থায় আটজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে মোফাজ্জল হোসেনকে আমরা মৃত অবস্থায় পাই। বাকি ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিক্যালে পাঠানো হয়েছে।’

নিহত মোফাজ্জলের মৃত্যুতে শোক জানাতে হাসপাতালে ছুটে যান স্থানীয় রাজনৈতিক নেতারা। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজরুল ইসলাম সজল বলেন, ‘দুর্ঘটনায় আহত ও নিহতদের পাশে থেকে ছাত্রদল সার্বিক সহযোগিতা করবে।’

বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আল মামুন জানান, আহতদের একজন ছাত্রদলকর্মী। কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ডেনি ঘটনার খবর পাওয়ার পর থেকে নিয়মিত খোঁজ রাখছেন এবং স্থানীয় নেতাদের আহতদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান জানান, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। নিহত মোফাজ্জলের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বিআরইউ