জেলা প্রশাসক আব্দুস সামাদ

শিশুদের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ২১, ২০২৫, ০৬:২১ পিএম

চাঁপাইনবাবগঞ্জে “টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা” শীর্ষক জেলা কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়), হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইকতেখারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার এবং জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফা।

প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (মাঠ সেবা) মদন চক্রবর্তীর সভাপতিত্বে কর্মশালায় সূচনা বক্তব্য দেন সহকারী পরিচালক সোমা রায়। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন বৃষ্টি হালদার এবং কেন্দ্র শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সৌরভ দাস।

কর্মশালার দ্বিতীয় পর্বে বিভিন্ন বিষয়ে গ্রুপভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ উঠে আসে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “আজকের শিশুরা যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে উন্নয়ন টেকসই হবে না, দেশ একটি সুখী-সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে না। পাঠ্যপুস্তকের পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষা দিয়ে মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

ইএইচ