অভয়নগরে হরমোনের নামে প্রতারণা, ধ্বংস ‘সেবা গ্রীন’

অভয়নগর (যশোর) প্রতিনিধি: প্রকাশিত: মে ২২, ২০২৫, ০৪:১৮ পিএম

উদ্ভিদের বৃদ্ধি সহায়ক ‘সেবা গ্রীন’ নামের হরমোন জাতীয় একটি কৃষি উপকরণকে মানহীন ঘোষণা করে ধ্বংস করা হয়েছে যশোরের অভয়নগরে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তালতলা খেয়াঘাট এলাকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজগার প্রাঙ্গণে ওষুধগুলো জনসমক্ষে বিনষ্ট করা হয়।

জব্দ করা এই হরমোন জাতীয় পণ্যের গায়ে লেখা ছিল—‘উদ্ভিদের দ্রুত বৃদ্ধি ও ফলনের নিশ্চয়তা’। কিন্তু বাস্তবে তা ছিল বিপরীত। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ল্যাবরেটরিতে পরীক্ষার পর ওষুধটিকে ‘নিম্নমানের ও ঝুঁকিপূর্ণ’ বলে উল্লেখ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ‘সেবা গ্রীন’ নামের ওই ওষুধ ধ্বংসের সিদ্ধান্ত নেয় উপজেলা কৃষি বিভাগ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আলীম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ কুমার দাস, নওয়াপাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী।

কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে উপজেলার গুয়াখোলা গ্রামে অভিযান চালিয়ে মীম এন্টারপ্রাইজ নামের একটি কৃষি উপকরণ বিক্রেতা প্রতিষ্ঠান থেকে ‘সেবা গ্রীন’ নামের চার বোতল হরমোন জাতীয় ওষুধ জব্দ করা হয়। এরপর সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হয় বিসিএসআইআর ল্যাবে।

বুধবার (২১ মে) প্রাপ্ত পরীক্ষার প্রতিবেদনে দেখা যায়, ওষুধটির গুণগত মান নেই, বরং এটি উদ্ভিদের জন্য ক্ষতিকর হতে পারে। রিপোর্টে সুপারিশ আসে—এটি বাজারে বিক্রির উপযোগী নয় এবং দ্রুত ধ্বংস করা দরকার।

কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, ‘রিপোর্ট হাতে পাওয়ার পর আমরা জনসচেতনতা সৃষ্টির জন্য জনসমক্ষে ওষুধ ধ্বংস করি। কৃষকদের সুরক্ষা আমাদের অগ্রাধিকার।’

তিনি আরও জানান, জব্দকৃত ওষুধটি যেহেতু সেবা এগ্রো কেমিক্যালস নামের একটি প্রতিষ্ঠানের তৈরি, তাই এখন খামারবাড়ি (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা) কোম্পানিটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

স্থানীয় কৃষকেরা বলছেন, বাজারে নানা নামে এমন অনেক হরমোনজাতীয় পণ্য পাওয়া যায় যেগুলোর কার্যকারিতা নিয়ে সন্দেহ রয়েছে। দ্রুত ফলনের লোভ দেখিয়ে এসব পণ্য কৃষকদের ঠকায়। তারা চাইছেন, সরকার নিয়মিত বাজার তদারকি করুক এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুক।

বিআরইউ