চার দফা দাবিতে পটুয়াখালীতে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি: প্রকাশিত: মে ২২, ২০২৫, ০৫:৩১ পিএম

ওষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত ফেরত, লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ সরবরাহ বন্ধ এবং ওষুধের দাম সরকারিভাবে পুনঃনির্ধারণের দাবিতে মানববন্ধন করেছেন পটুয়াখালীর ওষুধ ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টায় পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন ফার্মেসির মালিক ও বিক্রয় প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহসভাপতি গাজী শহীদুল ইসলাম শাহীন। এ সময় বক্তব্য দেন পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মো. কামাল হোসেন, ওষুধ ব্যবসায়ী বখতিয়ার উদ্দিন মুরাদ, মশিউর রহমান রেজা ও সুভাষ বণিক।

বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে ওষুধ ব্যবসায়ীরা নানা সমস্যার মুখে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। কমিশন হ্রাস, মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেরত না নেওয়া, অবৈধ ফার্মেসিতে সরবরাহ বন্ধ না করা এবং অনিয়ন্ত্রিত মূল্য—সব মিলিয়ে ব্যবসা কঠিন হয়ে পড়েছে।’

বক্তারা আরও জানান, এই মানববন্ধন কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সারাদেশে একযোগে পালিত হচ্ছে। দাবি বাস্তবায়নে দ্রুত উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

বিআরইউ