কুড়িগ্রামে ছাত্রজনতার ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পাঁচ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের হাতে এসব চেক তুলে দেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো. সাইয়েদ আহমেদ বাবু, কুড়িগ্রাম জেলা নাগরিক কমিটি (এনসিপি)–এর সংগঠক মো. মুকুল মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. ফয়সাল আহমেদ, মুখ্য সংগঠক মো. সাদেকুর ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসক নুসরাত সুলতানা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারা কোনো রাজনৈতিক দলের নয়—তারা পুরো জাতির সম্পদ। আমরা সব শহীদ পরিবারের কাছে ঋণী। তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
ইএইচ