টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে ঝুমা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় মারিয়া (১০) ও মিজানুর (৬) নামে আরও দুই শিশু আহত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার কালিদাস তেতুলিয়া চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির পাশে একটি পুকুরে সমবয়সী ৫-৬ জন শিশু গোসল করতে নামে। একপর্যায়ে তিনজন শিশু পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঝুমাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া ঝুমা উপজেলার কালিদাস তেতুলিয়া চালা এলাকার জয়নাল হকের মেয়ে। আহত মারিয়া ও মিজানুর একই এলাকার মনিক মিয়ার সন্তান। গুরুতর আহত মারিয়াকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মিজানুর সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, “ঝুমা নামে এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পারিবারিকভাবে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।”
ইএইচ