বরিশালে আওয়ামী লীগের চার নেতা-নেত্রী গ্রেপ্তার

বরিশাল ব্যুরো প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৬:২৭ পিএম

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই এবং বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার আওয়ামী লীগের চারজন নেতা-নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে পৃথক অভিযানে আগৈলঝাড়া ও গৌরনদী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালে গৈলা বাজারে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলামের ওপর হামলা ও অর্থ ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলায় আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদারকে গ্রেপ্তার করে আগৈলঝাড়া থানা পুলিশ।

অন্যদিকে, গৌরনদী উপজেলা বিএনপির নেতা বাচ্চু সরদার ও ফিরোজ হাওলাদারের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গৌরনদী থানা পুলিশ অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করে। তারা হলেন—গৌরনদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত) প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম টিটু, গৌরনদী পৌর শ্রমিক লীগের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি সোহরাব হোসেন এবং উপজেলা মহিলা লীগের নেত্রী ছবি বেগম।

শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গৌরনদী ও আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইএইচ