যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠ থেকে অভয়নগর থানা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি ইনস্টিটিউট মাঠ থেকে শুরু হয়ে যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে থানার সামনে গিয়ে শেষ হয়।
এ সময় হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে থানার আশপাশ এলাকা।
নেতৃবৃন্দ এক সপ্তাহের মধ্যে খুনিদের গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে শিল্প-বাণিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়া অচল করে দেওয়া হবে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন- অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।
সংক্ষিপ্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, উপজেলা কৃষক দলের সভাপতি কামরুজ্জামান সুমন মোঘল, সাধারণ সম্পাদক আশ্বাবুর রহমান মোল্যা, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, থানা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা, সদস্য সচিব হারুন অর রশিদ, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্যা হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাত, থানা ছাত্রদলের আহ্বায়ক নাঈম উদ্দিন বিজয়, সদস্য সচিব তকিবুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান ইমন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”
ইএইচ