মির্জাপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিবের মতবিনিময়

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৮:১৪ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না স্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। 

শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মতবিনিময়কালে সচিব মো. সাইফুল্লাহ পান্না সরকারি সেবাদান কার্যক্রমের অগ্রগতি, সেবার মান ও তা জনগণের দোরগোড়ায় পৌঁছাচ্ছে কি না—সে বিষয়ে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের করণীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করেন।

পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপণ করেন এবং ১১ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার ও যুব মহিলাদের মধ্যে ৪টি সেলাই মেশিন বিতরণ করেন।

ইএইচ