‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই স্লোগানে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। ভূমি সেবা সহজীকরণ ও জনসচেতনতা বাড়াতে উপজেলা ভূমি অফিসের আয়োজনে রোববার সকালে মেলার উদ্বোধন করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম। সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা।
উদ্বোধনের আগে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর আলোচনা সভায় ইউএনও মনজুর আলম বলেন, ‘ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল ও জনবান্ধব করার লক্ষ্যেই এই মেলার আয়োজন। মানুষ যাতে ঘরে বসেই ভূমি সংক্রান্ত সেবা নিতে পারে, সে বিষয়ে সচেতনতা তৈরি করাই মূল উদ্দেশ্য।’
মেলায় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভূমি উন্নয়ন কর, খতিয়ান, নামজারি, জমাভাগসহ নানা সেবা তাৎক্ষণিকভাবে দেওয়া হচ্ছে। থাকছে গণশুনানি, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও তথ্যভিত্তিক উপস্থাপনা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) হাসিবুল হক। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি জসীম উদ্দিন জয়নাল, জামায়াত ইসলামী নেতা আমান উদ্দিন, ও বিভিন্ন মৌজার প্রধানগণ।
সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা বলেন, ‘ভূমি সংক্রান্ত সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগই এই মেলার মূল প্রেরণা। ভূমি মেলা শুধু সেবা নয়, সচেতনতাও ছড়িয়ে দেবে।’
মাটিরাঙ্গা উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।
বিআরইউ