অভয়নগরে নজরুল জয়ন্তী উৎসব পালিত

অভয়নগর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৫:২৫ পিএম

যশোরের অভয়নগরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল জয়ন্তী উৎসব পালিত হয়েছে।

রোববার দুপুরে অগ্নিবীণা উপজেলা শাখার উদ্যোগে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কবি নজরুল ইসলামের আত্মজীবনীর ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অগ্নিবীণা উপজেলা শাখার সভাপতি ও নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক নাজিবুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী, কৃষ্টিবন্ধন কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. সবুজ শামীম আহসান, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান এবং নজরুল জয়ন্তী উদযাপন কমিটির চেয়ারম্যান শাহ্ জালাল হোসেন। 

মুখ্য আলোচক ছিলেন অগ্নিবীণা কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম সিরাজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অগ্নিবীণা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুনজুর হোসেন ঈশা, বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজ সরদার এবং ‘হৃদয়ে পতাকা ঢাকা’ কমিটির সভাপতি কবি সাহানা সুলতানা।

আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা কবি নজরুল ইসলামের কবিতা আবৃত্তি পরিবেশন করে।

ইএইচ