নেত্রকোণায় বারহাট্টা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৮:২৪ পিএম

দীর্ঘ ১১ বছর পর উৎসবমুখর পরিবেশে নেত্রকোণার বারহাট্টা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় বারহাট্টা অডিটোরিয়াম হলরুমে এ সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি।

সম্মেলনে সভাপতিত্ব করেন বারহাট্টা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাক আহমেদ এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান দুদু।

দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানী, জেলা বিএনপির সদস্য সচিব ডা. মো. রফিকুল ইসলাম হিলালী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোণা জেলা শাখার সদস্য সচিব বাবু শ্যামল ভৌমিক প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। এতে সভাপতি পদে চারজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বারহাট্টা উপজেলার সাতটি ইউনিয়নের মোট ৪৯৭ জন কাউন্সিলর সরাসরি ভোট প্রদান করেন।

ভোট গণনা শেষে ঘোষণা করা হয়, সভাপতি পদে ১৬০ ভোট পেয়ে মো. মোস্তাক আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে ১৯১ ভোট পেয়ে আশিক আহমদ কমল নির্বাচিত হয়েছেন।

নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এ সম্মেলন নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

ইএইচ