পাবনা সদর উপজেলার বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় তুচ্ছ ঘটনায় কথাকাটাকাটির জেরে রনি হোসেন (২৪) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন।
রোববার রাত সাড়ে ১১টার দিকে চর কোশাখালি গ্রামের সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
নিহত রনি বাংলাবাজার লঞ্চঘাট এলাকার চর কোশাখালি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন।
এ ঘটনায় অভিযুক্ত ইমন নামে এক যুবককে পুলিশ আটক করেছে বলে নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে চর কোশাখালি গ্রামের সড়কে ইমন হাঁটছিলেন। এ সময় রনি তাকে উদ্দেশ্য করে কয়েকটি ব্যঙ্গাত্মক কথা বলেন। এর জেরে দুজনের মধ্যে কথাকাটাকাটি ও বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইমন উত্তেজিত হয়ে সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে রনির শরীরে আঘাত করে। স্থানীয়রা রনিকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে সোমবার সকালে তিনি মারা যান।
ওসি আব্দুস সালাম জানান, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইমন রনিকে ছুরিকাঘাত করে। তাদের মধ্যে পূর্ব থেকে শত্রুতা ছিল বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে। অভিযুক্ত ইমনকে রাতেই ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। মরদেহ দাফনের পর লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ইএইচ