সিলেট সীমান্তে ফের ৮২ জনকে পুশইন

সিলেট ব্যুরো: প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০৩:১২ পিএম

সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে এক রাতে ভারত থেকে ৮২ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে বিএসএফ। এর মধ্যে ৪৮ জনই নারী ও শিশু। পরে সীমান্তবর্তী এলাকা থেকে তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৮ মে) রাত ৩টা থেকে ভোর ৪টা পর্যন্ত সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন তিনটি বিওপির বিশেষ অভিযানে জৈন্তাপুর সীমান্তের শ্রীপুর ও মিনাটিলা থেকে ৫২ জন এবং ছাতকের নোয়াকোট বিওপি এলাকা থেকে ১৬ জনকে আটক করা হয়। এর বাইরে, জৈন্তাপুরে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) আওতায় কদমখাল সীমান্ত পিলার ১২৮৬ এলাকা দিয়ে পুশইন হওয়া আরও ১৪ জনকে আটক করা হয়েছে।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের মধ্যে অধিকাংশ কুড়িগ্রাম জেলার বাসিন্দা। মিনাটিলা বিওপি থেকে আটক ২০ জনের মধ্যে ৬ জন পুরুষ, ৭ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। তাঁদের সবাই কুড়িগ্রামের। জাফলং ভ্যালি এলাকায় আটক ৩২ জনের মধ্যে কুড়িগ্রামের ১৯ জন, যশোরের ৯ জন এবং বাগেরহাটের ৪ জন রয়েছে। ছাতকের ছনবাড়ি সীমান্ত দিয়ে আটক ১৬ জনের সবাই কুড়িগ্রামের বাসিন্দা।

সব মিলিয়ে আটককৃতদের মধ্যে ১৮ জন পুরুষ, ২২ জন নারী এবং ৪২ জন শিশু রয়েছে।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘পুশইন হওয়া এসব বাংলাদেশি নাগরিক আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।’

এ ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও মানবপাচারের বিষয়টি ঘিরে উদ্বেগ বেড়েছে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে। স্থানীয়দের মধ্যে আতঙ্কও ছড়িয়ে পড়েছে।

বিআরইউ