যশোর শহরের সার্কিট হাউসপাড়ায় নির্মাণাধীন একটি দশতলা ভবনের ছয়তলার কার্নিশ ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কুষ্টিয়ার প্রকৌশলী মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের প্রকৌশলী আজিজুল ইসলাম, এবং চাঁপাইনবাবগঞ্জের নির্মাণ শ্রমিক নুরু (৪৫)। তাঁরা সবাই ‘বিল্ডিং ফর ফিউচার লিমিটেড’ নামের একটি ডেভেলপার কোম্পানির নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই ছয়তলার একটি কার্নিশ ভেঙে পড়ে। এতে ওপর থেকে নিচে ছিটকে পড়েন তিনজন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর অসংখ্য মানুষ ভবন ঘিরে ভিড় করেন। ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
যশোর জেলা যুবদলের আহ্বায়ক তমাল আহমেদ বলেন, ভবনটি নির্মাণে ছিল মারাত্মক গাফিলতি। নির্মাণ বিধি ও বিল্ডিং কোড মানা হয়নি। স্থানীয়রা বহুদিন ধরে আতঙ্কে ছিলেন। আজ সেটিই ঘটল।
তিনি আরও দাবি করেন, ভবনটি একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের ছত্রচ্ছায়ায় গড়ে উঠছে, যেখানে নিয়মের তোয়াক্কা ছিল না।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান বলেন, আমি ঘটনাস্থলে আছি। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিআরইউ