মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়েছে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের ৮ সদস্য। অভিযানে চারটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
রোববার গভীর রাতে মাগুরা সদর থানা পুলিশের অভিযানে এই চক্রের সদস্যদের ফরিদপুর ও পাবনার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। চক্রটি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে পাচার করে আসছিল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ফরিদপুর জেলার বাসিন্দা সজীব রংদার ওরফে সজীব সরকার (২৮), নূর মোহাম্মদ (৩১), মানোয়ার শেখ (২৩), মো. আসিফ মল্লিক (২২), রাব্বি শিকদার (২১)।
আরও আটক হলেন— পাবনা জেলার মো. আবু হানিফ হিমেল (২১), মো. রবিউল হোসেন (১৬), ও মো. আলীম হোসেন (২৩)।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে, একটি পালসার ১৫০ সিসি, একটি ডিসকভার ১০০ সিসি, একটি ডিসকভার ১১০ সিসি এবং একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল।
মাগুরা সদর থানার ওসি বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চক্রটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মোটরসাইকেল চুরির মতো অপরাধ দমনে নিয়মিত অভিযান চলবে এবং এই চক্র নির্মূলে সর্বোচ্চ সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিআরইউ