‘জুলাই পদযাত্রা’ সফল করতে কুড়িগ্রামে এনসিপির প্রস্তুতি

কুড়িগ্রাম প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৪:৪১ পিএম

বিচার, রাজনৈতিক সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে ঘোষিত মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি সফল করতে কুড়িগ্রামে প্রস্তুতি নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১ জুলাই) দুপুরে শহরের ফায়ার সার্ভিস মার্কেটের দ্বিতীয় তলায় দলীয় কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং আয়োজন করে এনসিপি কুড়িগ্রাম জেলা শাখা।

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. মুকুল মিয়া।

তিনি বলেন, বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের বিপ্লবীরা কাল (২ জুলাই) কুড়িগ্রামে আসছেন। তাঁদের সংগ্রামী নেতৃত্ব ও আত্মত্যাগ এই দেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পথ দেখিয়েছে। সেই পথেই আমরা এগিয়ে চলেছি।

তিনি জানান, আগামীকাল সকাল ১১টায় কলেজ মোড় বিজয় স্তম্ভ চত্বর থেকে পদযাত্রা শুরু হবে এবং ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি ফলক (সিংহ চত্বর) গিয়ে শেষ হবে পথসভায়। এ কর্মসূচিতে কমপক্ষে ২০ হাজার কর্মী-সমর্থক অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে আমাদের এই পদযাত্রা হবে ইতিহাসের অংশ।

কর্মসূচিকে ঘিরে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, জেলা ট্রাফিক বিভাগ ইতোমধ্যে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন— দলের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী (প্রচার ও মিডিয়া) মো. রাশেদুজ্জামান তাওহীদ, দপ্তর শাখার সমন্বয়কারী মো. মাহমুদুল হাসান জুয়েল, শ্রমিক ও বণিক শাখার মো. মাসুম মিয়াসহ অন্যান্য নেতারা।

এ সময় শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধসহ সব বীর যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে কুড়িগ্রামে আসছেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।

উল্লেখ্য, ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত মাসব্যাপী চলবে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।

বিআরইউ