মহিপুরে ৬৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০২:৫২ পিএম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে ৬৪০ পিস ইয়াবাসহ মো. সুমন হাওলাদার (৩৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার শেষ বিকেলে অভিযান চালিয়ে উপজেলার মহিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৬৪ গ্রাম ওজনের মোট ৬৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আটক সুমন হাওলাদার ওই ওয়ার্ডের মো. তৈয়ব আলী হাওলাদারের ছেলে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৪০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”

ইএইচ