পিরোজপুরে সওজের উচ্ছেদ অভিযান

পিরোজপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০৩:১০ পিএম

পিরোজপুরে রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। 

মঙ্গলবার সকালে শহরের সিও অফিস মোড় থেকে রানিপুর মোড় পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রাস্তার দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদের আগে সংশ্লিষ্টদের মাইকিং করে স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হলেও অনেকেই নির্দেশনা মানেননি। ফলে সওজ কর্তৃপক্ষ বাধ্য হয়ে অভিযান চালায়।

পিরোজপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী টি. এম. রাজিমুল আলীম রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।

সওজ-এর নির্বাহী প্রকৌশলী জানান, উচ্ছেদ অভিযানের আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক বিভাগের জমির সীমানা নির্ধারণ করে তা লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়েছিল।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এবং সড়ক ও জনপথ বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচ