সদরপুর উপজেলা বিএনপির সম্মেলনের দাবিতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০৩:৩৫ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন ও আগের কমিটি পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা তৃণমূল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর ব্যানারে সদরপুর উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. সাদেক হোসেন মোল্যা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু মোল্যা, সাবেক সহ-সভাপতি বাবুল হোসেন বাবুল, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক শাহরিয়ার আল সুমন, বিএনপি নেতা মাওলানা মো. রাশেদ, আকবর খাঁ, মোহাম্মদ চোকদার প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, সদরপুর উপজেলা বিএনপির কমিটিতে তৃণমূলের মতামত উপেক্ষা করে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে একতরফাভাবে কমিটি গঠন করা হয়েছে। তারা এই কমিটি বাতিলের দাবি জানান এবং বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।

বক্তারা আরও বলেন, জেলার অন্যান্য উপজেলায় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া চললেও সদরপুরে আগের কমিটি পুনর্বহাল করা হয়েছে, যা তৃণমূলের সঙ্গে অবিচার। তারা অবিলম্বে পুনর্বহালকৃত কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান।

ইএইচ